আররিয়া: ৪০ গ্রাম মাদক ও ২.৬৩ লক্ষ টাকাড় নগদ সহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ী
আররিয়া, ২৯ অক্টোবর (হি. স.) : বিহারের আররিয়ায় পুলিশ অভিযানে সাফল্য। গৈয়ারী গ্রামে অভিযান চালিয়ে ৪০ গ্রাম মাদক ( স্ম্যাক), নগদ ২,৬৩,৫৫৬ লক্ষ টাকা, চারটি মোবাইল, একটি ডিজিটাল ওয়েট মেশিন সহ মাদক ব্যবসায়ী আমজাদ আলিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
আররিয়া: ৪০ গ্রাম মাদক ও ২.৬৩ লক্ষ টাকাড় নগদ সহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ী


আররিয়া, ২৯ অক্টোবর (হি. স.) : বিহারের আররিয়ায় পুলিশ অভিযানে সাফল্য। গৈয়ারী গ্রামে অভিযান চালিয়ে ৪০ গ্রাম মাদক ( স্ম্যাক), নগদ ২,৬৩,৫৫৬ লক্ষ টাকা, চারটি মোবাইল, একটি ডিজিটাল ওয়েট মেশিন সহ মাদক ব্যবসায়ী আমজাদ আলিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত ওই ব্যক্তির বাড়িতে পৌঁছায়। পুলিশ দেখেই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে ধাওয়া করে আটক করা হয়। আটক ব্যক্তি স্বীকার করেছে যে সে গোলশন কুমারের সঙ্গে মিলিত হয়ে মাদক ব্যবসা করে।

ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক অভিযুক্তকে হেফাজতে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande