
আগরতলা, ২৯ অক্টোবর (হি.স.) : “সচেতনতাই স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে”— এই বার্তা ছড়িয়ে বুধবার রাজধানী আগরতলায় বিশ্ব স্ট্রোক দিবস উদযাপন উপলক্ষে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি)-এর নিউরোলজি এবং নিউরো সার্জারি বিভাগ।
র্যালিটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে উপস্থিত ছিলেন এজিএমসি-এরর নিউরোলজি বিভাগের চিকিৎসক ডাঃ আবীর লাল নাথ, নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডাঃ রেড্ডি সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি এজিএমসি-এর বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদেরও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে ডাঃ আবীর লাল নাথ জানান, এ বছরের প্রতিপাদ্য— “প্রতিটি মিনিটই মূল্যবান।” তিনি বলেন, “স্ট্রোক হলে দ্রুত চিকিৎসা শুরু করাই রোগীর জীবন বাঁচাতে পারে।
তিনি আরও বলেন, “যদি কেউ শরীরের একদিকে দুর্বলতা অনুভব করেন, কথা বলতে অসুবিধা হয় বা হাতের বাহুতে ব্যথা ও অসাড়তা দেখা দেয়, তাহলে দ্রুত নিউরোলজি বিভাগে যোগাযোগ করতে হবে। সময়মত চিকিৎসা পেলে স্ট্রোক থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।”
আয়োজকদের মতে, এই র্যালির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে স্ট্রোকের লক্ষণ, প্রতিরোধ ও দ্রুত চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশ্বব্যাপী স্ট্রোকের বাড়তি প্রকোপের প্রেক্ষিতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু সাধারণ মানুষ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ