
বালেশ্বর, ২৯ অক্টোবর (হি.স.): ওড়িশার বালেশ্বর জেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে কলকাতাগামী একটি যাত্রিবাহী বাসের সংঘর্ষে মৃত্যু হল বাসের চালক ও কন্ডাক্টরের। ৭ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে জলেশ্বর থানা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। ওড়িশার ঢেঙ্কানল জেলার নৃসিংহপুর থেকে কলকাতার দিকে আসছিল বাসটি, সেই সময়ে এটি দুর্ঘটনার কবলে পড়ে। ভোরে দৃশ্যমানতা কম হওয়ার কারণে এই দুর্ঘটনা কি না , তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ