ধমতরী: দুই বছরেও অসম্পূর্ণ রুদ্রী ব্যারাজের নতুন সেতু
ধমতরী, ২৯ অক্টোবর (হি. স.) : ছত্তিশগড়ের ধমতরীতে রুদ্রী ব্যারাজে নির্মীয়মান নতুন সেতু এখনও শেষ হয়নি।বিগত ৮ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ধীর গতির কাজ ও বিভাগের উদাসীনতার কারণে সেতুটি অসম্পূর্ণ। প্রসঙ্গত, নতুন সেতু হবে ৭৬ মিটার দীর্ঘ, ৭ মিটার চওড
ধমতরী: দুই বছরেও অসম্পূর্ণ রুদ্রী ব্যারাজের নতুন সেতু


ধমতরী, ২৯ অক্টোবর (হি. স.) : ছত্তিশগড়ের ধমতরীতে রুদ্রী ব্যারাজে নির্মীয়মান নতুন সেতু এখনও শেষ হয়নি।বিগত ৮ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ধীর গতির কাজ ও বিভাগের উদাসীনতার কারণে সেতুটি অসম্পূর্ণ।

প্রসঙ্গত, নতুন সেতু হবে ৭৬ মিটার দীর্ঘ, ৭ মিটার চওড়া, ভারী যান চলাচলের জন্য সুবিধাজনক। নির্মাণ সম্পন্ন হলে রুদ্রেশ্বর মহাদেব দর্শনেও সুবিধা মিলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande