হাইলাকান্দির ৬৭টি স্কুলে অনুষ্ঠিত বিপর্যয় মোকাবিলার মহড়া
হাইলাকান্দি (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে আজ বুধবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ হাইলাকান্দি জেলার ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠান
ভূমিকম্পের মতো দুর্যোগের সময় প্রাণ বাঁচানোর মহড়া


হাইলাকান্দি (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে আজ বুধবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ হাইলাকান্দি জেলার ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেট আসাম স্কুল শেক আউট প্রোগ্রাম শীর্ষক মহড়া (মক ড্রিল) অনুষ্ঠিত হয়। এতে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সময় জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি কমাতে কী কী পদক্ষেপ নিতে হবে তা, মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande