
দিনহাটা, ২৯ অক্টোবর (হি. স. ) : এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করলেন ৬৫ বছরের বৃদ্ধ খায়রুল শেখ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দিনহাটার বুড়িহাট ২ পঞ্চায়েতের জিতপুর গ্রামে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, খায়রুল শেখের বয়স ৬৫ বছর। বাড়ি কোচবিহার জেলার দিনহাটার বুড়িহাট ২ নম্বর পঞ্চায়েত জিতপুর এলাকায়। এদিন সকালে আচমকা তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোকেদের বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তাঁরা নিয়ে যান দিনহাটা হাসপাতালে । সেখানে শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে রেফার করা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে । বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বৃদ্ধের পরিবার জানিয়েছে, তাঁর নাম খায়রুল শেখ হলেও, ২০০২ সালের ভোটার তালিকায় খয়রু শেখ রয়েছে, মানে নামের বানান ভুল। এই ভুল থাকায় তিনি আতঙ্কিত ছিলেন। এসআইআর ঘোষণা হতেই সেই আতঙ্ক আরও বাড়ে। আশেপাশের লোকজনের থেকে বিভ্রান্তিমূলক কিছু তথ্য পেয়ে ভাবেন, তাঁর নাম ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। সেই ভয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
হাসপাতালে শুয়ে খায়রুল শেখ জানান, ‘এসআইআর আতঙ্কেই আমি আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলাম। নামের এই অমিলের কারণে আমি বেশ কিছুদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন।’
পাড়া-প্রতিবেশীরাও জানিয়েছেন, নামের ভুল নিয়ে প্রশাসনিক জটিলতায় পড়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার এই মানসিক চাপই শেষ পর্যন্ত আত্মহত্যার চেষ্টার দিকে ঠেলে দেয় বলে দাবি তাদের।
এদিকে ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি