আরারিয়াতে জলে তলিয়ে মৃত এক বৃদ্ধ
আরারিয়া, ২৯ অক্টোবর (হি.স.) : বিহারের আরারিয়াতে বুধবার সকালে জলে তলিয়ে প্রাণ হারায় এক বৃদ্ধ । গবাদি পশু চরাতে গিয়ে জলের স্রোতে তলিয়ে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা গেছে , মৃত বৃদ্ধর নাম উমেশ মণ্ডল(৬০) , তিনি সিমরাহা থানা এলাকার জাগির হালহাল
আরারিয়াতে জলে তলিয়ে মৃত এক বৃদ্ধ


আরারিয়া, ২৯ অক্টোবর (হি.স.) : বিহারের আরারিয়াতে বুধবার সকালে জলে তলিয়ে প্রাণ হারায় এক বৃদ্ধ । গবাদি পশু চরাতে গিয়ে জলের স্রোতে তলিয়ে মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে জানা গেছে , মৃত বৃদ্ধর নাম উমেশ মণ্ডল(৬০) , তিনি সিমরাহা থানা এলাকার জাগির হালহালিয়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি প্রতিদিনের মতো সকালে তাঁর গবাদি পশু চরাতে গিয়েছিলেন । হঠাৎ তাঁর পা পিছলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে দেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande