বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
30 Oct 2025
মুম্বই, ৩০ অক্টোবর (হি.স.): মহিলা বিশ্বকাপের সেমিফাইনাল। ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। পরিসংখ্যানও ভারতের পক্ষে ছিল না। তার উপর পাহাড় প্রমাণ রান গড়ল অজিরা। ৩৩৮! অনেকে ভেবেছিলেন, বিশ্বকাপ সেমিফাইনালের মতো ম্যাচে এত রান চেজ করা কার্..
আগরতলা, ৩০ অক্টোবর! হি. স.) : বাংলা দল অনুশীলনে ব্যস্ত। গা ঘামানোর পাশাপাশি একটানা অনুশীলন। ফিল্ডিং ও ব্যাটিংয়ে সমানতালে কসরত। বাংলা দলের প্রধান কোচ লক্ষীরতন শুক্লা এদিন জানান, ঘরের মাঠে ত্রিপুরার খেলোয়াড়দের মধ্যেই রয়েছে আত্মবিশ্বাস ও আ্যডভান্ট..
কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব - ২৩, টি ২০ খেলাতে বাংলা জিতল। বৃহস্পতিবার আহমেদাবাদে ৪৫ রানে বরোদাকে হারিয়ে দিয়েছে বাংলার মেয়েরা। মূলত, রূপাল ও সুজাতা জুটির দৌলতে বাংলা দল ওই জয় ছিনিয়ে নিয়েছে। রিলায়েন্স জি - ১, প্রথম ব্যাটিং ..
কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.): অনূর্ধ্ব - ১৯ পুরুষ ক্রিকেটে ভিনু মানকঁড় ট্রফির খেলায় বাংলার ১৪১ রানে পরাজয় হল। জিতল পাঞ্জাব এবং ফাইনালে (ভি জে ডি পদ্ধতি) পৌঁছেছে। প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার বাংলা দলের হার। এদিন ৪৫ ওভারে পাঞ্জাবের সংগ্রহ ৯ উইকেটে..
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha