
কংগ্রেসের বিরুদ্ধে ‘দেশদ্রোহী’তার অভিযোগ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের
গুয়াহাটি, ২৯ অক্টোবর (হি.স.) : শ্রীভূমি জেলা সদর শহরে অবস্থিত ‘ইন্দিরা ভবন’-এ কংগ্রেস সেবাদলের এক সভায় বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা...’ পরিবেশনকে কেন্দ্র করে রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ঘটনার অনুপুঙ্খ তদন্ত করতে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।
দুদিন আগে সোমবার (২৭ অক্টোবর) শ্রীভূমি জেলা সদরে ‘ইন্দিরা ভবন’-এ কংগ্রেস সেবাদলের এক সভায় কংগ্ৰেসকর্মী জনৈক বিধুভূষণ দাস (৮৫) বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা...’ পরিবেশন করছেন, তার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওর বিরুদ্ধে নেটিজেনদের মধ্যে সমালোচনার পাশাপাশি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জন্ম দিয়েছে রাজনৈতিক বিতর্কের।
এরই মধ্যে রাজ্যের মৎস্য, পশু পালন ও পশু চিকিৎসা এবং পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তড়িঘড়ি সাংবাদিক সম্মেলেন ডেকে ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি সংশ্লিষ্টদের, মায় কংগ্রেসের বিরুদ্ধে ‘দেশদ্রোহী’তার অভিযোগ এনেছেন। মন্ত্রী কৃষ্ণেন্দু জানান, ঘটনার গুরুত্ব উপলব্ধি করে, বিষয়টি খতিয়ে দেখতে এবং ঘটনা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে।
মন্ত্রী পালের অভিযোগ, ‘এ ঘটনা কংগ্রেসের বাংলাদেশ-প্রীতিকে প্রতিষ্ঠিত করেছে।’ তিনি বলেন, ‘কংগ্রেস পাকিস্তানের জন্ম দিয়েছে এবং বাংলাদেশ সেই দেশেরই একটি অংশ। যে দেশের জাতীয় সংগীত গাওয়া হয়, তাতে সে দেশের প্রতি তাঁদের ভালোবাসা প্রকাশ পায়।’ মন্ত্রী আরও জানান, ‘অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস