
জগদলপুর, ২৯ অক্টোবর (হি. স.): বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অব্যাহত ভারী বৃষ্টিতে জগদলপুরের চিমড়ীপল্লি ও বোর্রাগুহালু স্টেশনের মধ্যে কেকেএস রেল লাইনে একটি বিশাল পাথর পড়ে যাত্রী ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
খবর পেয়েই রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাতভর শ্রমিকদের সহায়তায় পাথর সরানোর কাজ শেষ করে। তবে অতিবৃষ্টির কারণে ট্র্যাকের মাটি এখনও জমে রয়েছে, ফলে বুধবারও ট্রেন চলাচল আংশিকভাবে প্রভাবিত থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য