'জাস্টিস ফর প্রদীপ কর': বৃহস্পতিতে পানিহাটিতে মিছিলের ডাক অভিষেকের
পানিহাটি, ২৯ অক্টোবর (হি.স.): বাংলায় এসআইআর ঘোষণা হওয়ার পরেই এসেছিল প্রদীপ করের মৃত্যুর খবর। সঙ্গে জড়ানো হাতে লেখা, ''এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী।'' মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে এই বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক। জানিয়েছিলেন, পরিবার চাইলে,
'জাস্টিস ফর প্রদীপ কর': বৃহস্পতিতে পানিহাটিতে মিছিলের ডাক অভিষেকের


পানিহাটি, ২৯ অক্টোবর (হি.স.): বাংলায় এসআইআর ঘোষণা হওয়ার পরেই এসেছিল প্রদীপ করের মৃত্যুর খবর। সঙ্গে জড়ানো হাতে লেখা, 'এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী।' মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে এই বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক। জানিয়েছিলেন, পরিবার চাইলে, সবরকমভাবে পাশে থাকবে তৃণমূল কংগ্রেস।।

বুধবারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি পৌঁছে যান প্রদীপ করের বাড়িতে। সেখান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন, আগামিদিনে বাংলায় একটাই স্বর, 'জাস্টিস ফর প্রদীপ কর।' এই স্লোগানকে সামনে রেখেই বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস পানিহাটিতে মিছিল করবে বলেও জানিয়ে দিলেন অভিষেক। জানালেন, আগরপাড়ায় তিনি যাবেন, আবারও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande