ব্যক্তিকে পিষে দিল লরি, উত্তেজনা সিউড়িতে
সিউড়ি ২৯ অক্টোবর (হি. স.) : বীরভূমের সিউড়িতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মেরে পিষে দিল একটি লরি। মৃতের নাম কল্যাণ দুবে। বুধবার এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল । ঘাতক লরিতে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। মারধর করা হল চালকক
ব্যক্তিকে পিষে দিল লরি, উত্তেজনা সিউড়িতে


সিউড়ি ২৯ অক্টোবর (হি. স.) : বীরভূমের সিউড়িতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মেরে পিষে দিল একটি লরি। মৃতের নাম কল্যাণ দুবে। বুধবার এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল । ঘাতক লরিতে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। মারধর করা হল চালককে। রাস্তাও অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, সিউড়ির লম্বদরপুর মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়েছিলেন কয়েকজন। লরিটি ঝাড়খণ্ডের দিক থেকে আসছিল। মোড়ের মাথায় কল্যাণকে ধাক্কা মারে। তারপর লরি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় কল্যাণের। দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। লরি চালককে ধরে মারধর শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। পুলিশের সঙ্গে বচসা বাধে স্থানীয় বাসিন্দাদের। উত্তেজিত জনতার হাত থেকে কোনওরকমে লরি চালককে উদ্ধার করে পুলিশ। চালককে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। মারধরে তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জায়গায় একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। তারপরও দুর্ঘটনা এড়াতে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ নিষ্ক্রিয় থাকে বলে তাঁদের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথ অবরোধ করেন তাঁরা। তার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই রাস্তায়। পুলিশের অবশ্য দাবি, ২৪ ঘণ্টা ট্র্যাফিকের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande