চেন্নাইয়ে কাজে গিয়ে নিখোঁজ কাঁকসার পরিযায়ী শ্রমিক, তিন মাসেও মেলেনি খোঁজ
দুর্গাপুর, ২৯ অক্টোবর (হি. স.): চেন্নাইয়ে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ কাঁকসার এক পরিযায়ী শ্রমিক। তিন মাস কেটে গেলেও মেলেনি তাঁর কোনও খোঁজ। নিখোঁজ শ্রমিকের পরিবারের সদস্যরা রয়েছেন চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ
চেন্নাইয়ে কাজে গিয়ে নিখোঁজ কাঁকসার পরিযায়ী শ্রমিক, তিন মাসেও মেলেনি খোঁজ


দুর্গাপুর, ২৯ অক্টোবর (হি. স.): চেন্নাইয়ে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ কাঁকসার এক পরিযায়ী শ্রমিক। তিন মাস কেটে গেলেও মেলেনি তাঁর কোনও খোঁজ। নিখোঁজ শ্রমিকের পরিবারের সদস্যরা রয়েছেন চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ শ্রমিকের নাম দেবাশীষ বাগদি (৩৫)। বাড়ি বাঁকুড়ার বড়জোড়া থানার সারামা গ্রামে। তবে প্রায় ১৩ বছর ধরে তিনি কাঁকসার শিবপুর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। অনটনের সংসার সামলাতে চলতি বছরের আগস্ট মাসে গ্রামের আরও কয়েকজন যুবকের সঙ্গে চেন্নাইয়ের আইপোটঙ্গল এলাকায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান দেবাশীষ।

সঙ্গে থাকা সহকর্মী তাপস লোহার জানান, “আমরা সবাই ৯ আগস্ট চেন্নাই পৌঁছই। ওই রাতে ঠিকাদারের দেওয়া একটি বাড়িতে আমরা উঠি। দেবাশীষ পাশের ঘরেই ঘুমিয়েছিল। কিন্তু সকালে উঠে দেখি, সে নিখোঁজ। ঠিকাদারকে জানালে তিনি বলেন, পুলিশে খবর দেওয়া হয়েছে।”

কিন্তু পরিবারের অভিযোগ, সেই ঘটনার পর থেকে আজও পর্যন্ত দেবাশীষের কোনও হদিশ মেলেনি। তাঁরা আরও জানান, কোনও পরিচয়পত্র ছাড়াই তাঁকে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। দেবাশীষের আধার ও ভোটার কার্ড দু’টোই বাড়িতেই রয়েছে। বিষয়টি ঘিরে তৈরি হয়েছে রহস্য।

নিখোঁজ শ্রমিকের পরিবারের তরফে চেন্নাই ও পশ্চিমবঙ্গ প্রশাসনের কাছে দেবাশীষকে খুঁজে বের করার আর্জি জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande