বারাণসীতে এনডিআরএফের তৎপরতায় ২০ জন যাত্রীর প্রাণ রক্ষা
বারাণসী, ২৯ অক্টোবর (হি. স.) : বুধবার বারাণসীর ললিতা ঘাটের সামনে হঠাৎ প্রবল স্রোতে আটকা পড়ে একটি যাত্রীবোঝাই নৌকা। ঘটনাস্থলে থাকা এনডিআরএফ কর্মীরা দ্রুত প্রায় ২০জন যাত্রীদের নিরাপদে উদ্ধার করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটক ও ভক্ত ছিলেন
বারাণসীতে এনডিআরএফের তৎপরতায় ২০ জন যাত্রীর প্রাণ রক্ষা


বারাণসী, ২৯ অক্টোবর (হি. স.) : বুধবার বারাণসীর ললিতা ঘাটের সামনে হঠাৎ প্রবল স্রোতে আটকা পড়ে একটি যাত্রীবোঝাই নৌকা। ঘটনাস্থলে থাকা এনডিআরএফ কর্মীরা দ্রুত প্রায় ২০জন যাত্রীদের নিরাপদে উদ্ধার করে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটক ও ভক্ত ছিলেন নৌকায়। নৌকার চালকের নিয়ন্ত্রণ হারানোয় যাত্রীরা আতঙ্কিত হন। এনডিআরএফের উদ্ধারকর্মীরা নৌকাটি ঘাটে নিরাপদে নিয়ে এসেছেন।

প্রশাসনের এক আধিকারিক জানান, বারাণসীর গঙ্গা ঘাট পর্যটক ও ভক্তদের আকর্ষণীয় করে তোলে। তাই এনডিআরএফ কর্মীরা দিনরাত পাহারায় থাকেন এবং যেকোনও জরুরি পরিস্থিতিতে তৎপরভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande