
বীরভূম, ২৯ অক্টোবর (হি.স.): রাস্তার ধারে দাঁড়িয়ে জগদ্ধাত্রী পুজোর আলো লাগানোর কাজ তদারক করছিলেন বীরভূমের সিউড়ির লম্বোদরপুরের বাসিন্দা কল্যাণ দুবে। তখনই প্রবল বেগে আসা একটি ডাম্পার পিষে দেয় তাঁকে। বুধবারের এই ঘটনায় দ্রুত কল্যাণকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা লম্বোদরপুর মোড়ের কাছে ডাম্পারটিকে ধরে ফেলেন। ডাম্পারের চালক মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি তাঁদের। ওই চালককে গাড়ি থেকে নামিয়ে মারধরও করা হয়৷ পুলিশ এসে ওই চালককে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে। দুমকা-লম্বোদরপুর রাস্তায় এ ভাবে নিয়ন্ত্রণহীন গতিতে গাড়ি চলাচল আটকানোর দাবিতে লম্বোদরপুরে পথ অবরোধ শুরু করেন স্থানীয় মানুষ৷
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ