নাগামে গাড়ির ধাক্কায় মৃত এক ব্যক্তি
শ্রীনগর, ২৯ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বুদগামে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে চাদুরার নাগামে। বুধবার এক পুলিশ আধিকারিক জানান , মৃত ব্যাক্তির নাম আহমেদ ভাট (৫৫), তিনি বুদগামের চারি শরীফের বাসিন্দা। বুদগামের চাদুরার নাগা
নাগামে গাড়ির ধাক্কায় মৃত এক ব্যক্তি


শ্রীনগর, ২৯ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বুদগামে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে চাদুরার নাগামে।

বুধবার এক পুলিশ আধিকারিক জানান , মৃত ব্যাক্তির নাম আহমেদ ভাট (৫৫), তিনি বুদগামের চারি শরীফের বাসিন্দা। বুদগামের চাদুরার নাগামে রাস্তা পার হওয়ার সময় একটি নিয়ন্ত্রণহীন গাড়ি তাঁকে ধাক্কা দেয়। ঘটনায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande