মালদায় নিকাশি নালা থেকে উদ্ধার ‘পিস্তল’, চাঞ্চল্য
মালদা, ২৯ অক্টোবর (হি.স.): বুধবার নিকাশি নালা পরিস্কার করতে গিয়ে ‘পিস্তল’ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার গাজলের বিদ্রোহী মোড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পঞ্চায়েতের উদ্যোগে নিকাশি নালা সাফাইয়ের কাজ করছিলেন সাফাইকর্মীরা। সে সময় এক
মালদায় নিকাশি নালা থেকে উদ্ধার ‘পিস্তল’, চাঞ্চল্য


মালদা, ২৯ অক্টোবর (হি.স.): বুধবার নিকাশি নালা পরিস্কার করতে গিয়ে ‘পিস্তল’ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার গাজলের বিদ্রোহী মোড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পঞ্চায়েতের উদ্যোগে নিকাশি নালা সাফাইয়ের কাজ করছিলেন সাফাইকর্মীরা। সে সময় একটি পিস্তল উদ্ধারের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় গাজলের ব্লকে হইচই শুরু হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের দাবি, পিস্তলটি আগ্নেয়াস্ত্র, না কি এয়ারগান তা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande