ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বেলার দিকে প্রবল বৃষ্টি কলকাতা-সহ সংলগ্ন এলাকায়
কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বুধবার বেলার দিকে প্রবল বৃষ্টি কলকাতা-সহ লাগোয়া এলাকায়। গাঙ্গেয় বঙ্গের কিছু জেলাতেও বৃষ্টি হচ্ছে বলে হাওয়া অফিস সূত্রের খবর। সঙ্গে বইছে দমকা হাওয়া। এমন যে পরিস্থিতি হবে, সেই পূর্বাভাস আগেই দ
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বেলার দিকে প্রবল বৃষ্টি কলকাতা-সহ সংলগ্ন এলাকায়


কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বুধবার বেলার দিকে প্রবল বৃষ্টি কলকাতা-সহ লাগোয়া এলাকায়। গাঙ্গেয় বঙ্গের কিছু জেলাতেও বৃষ্টি হচ্ছে বলে হাওয়া অফিস সূত্রের খবর। সঙ্গে বইছে দমকা হাওয়া। এমন যে পরিস্থিতি হবে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প গাঙ্গেয় বঙ্গে ঢুকেছে এবং বায়ুমণ্ডলের উপরের স্তরে কম উষ্ণতায় সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি করেছে। তার জেরেই এই বৃষ্টি।

মৌসম ভবনের খবর, মঙ্গলবার রাতে আছড়ে পড়ার পর মন্থা ক্রমশ শক্তি হারাচ্ছে। অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা ছেড়ে সে ক্রমাগত মধ্য ভারতের দিকে এগোচ্ছে। বুধবার বিকেলের মধ্যে সে গভীর নিম্নচাপের চেহারা নেবে বলেও জানিয়েছে মৌসম ভবন। তবে এই ঝড়ের প্রভাবে যে পরিমাণ জলীয় বাষ্প বঙ্গে ঢুকেছে তাতে আগামী শনিবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande