
রায়পুর, ২৯ অক্টোবর (হি. স.) : ঘূর্ণিঝড় ‘মন্থা’–এর প্রভাবে ছত্তিশগড়ের নারায়ণপুর, বস্তার, বিজাপুর, দন্তেওড়া এবং সুকমা জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিনদিন ধরে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
মঙ্গলবার রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে, যার ফলে তাপমাত্রা কমে গেছে। অন্তাগড় ও কয়লিবেড়া অঞ্চলে চলমান বৃষ্টিতে ধানক্ষেতেড় ক্ষতি হয়েছে। অনেক ফসল জলে ডুবে গেছে এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলও, যা কৃষকদের জন্য অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা বাড়িয়েছে। উত্তর ছত্তিশগড়ের বলরামপুর ও সরগুজা জেলায়ও বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাব দেখা গেছে।
বস্তারে আগামী ২–৩ দিন ধরে ভারী বৃষ্টি হতে পারে। বাতাসের গতি ৬০–৭০ কিমি/ঘণ্টা পর্যন্ত থাকতে পারে, কোথাও ৮০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। কৃষকদের সতর্কতা করে হয়েছে, ফসল সুরক্ষিত স্থানে রাখুন। আবহাওয়া দফতর জনসাধারণকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য