
পানিহাটি, ২৯ অক্টোবর (হি.স.): এসআইআর-এর গণনা-পত্র পূরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে। তখন থেকে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের শিবির থাকবে, মানুষের সহায়তার জন্য। কেউ ভয় পাবেন না, বললেন তৃণমূল কংগ্রসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পানিহাটিতে এনআরসি-আতঙ্কের জেরে যে ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ, তাঁর বাড়িতে দেখা করে বেরিয়ে আনুষ্ঠানিক ভাবে এ কথা ঘোষণা করলেন অভিষেক। কেউ কোনও অসুবিধায় পড়লে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার আবেদন করেছেন তিনি। এসআইআর প্রক্রিয়ায় মানুষের প্রয়োজনে তিনি নিজেও রাস্তায় থাকবেন বলে জানিয়েছেন অভিষেক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ