ঘূর্ণিঝড় ‘মন্থা’এর প্রভাবে বারাণসীতে তাপমাত্রা কমল, বৃষ্টি অব্যাহত
বারাণসী, ২৯ অক্টোবর (হি. স.): বঙ্গোপসাগর থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ‘মন্থা’’এর প্রভাবে উত্তর প্রদেশের বারাণসীতে মঙ্গলবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা দিয়েছে। বৃষ্টি ও ঠান্ডা হাওয়ার সঙ্গে তাপমাত্রা হঠাৎ কমতে শুরু করেছে। বুধবার মৌসম বিভাগের সূত্রে জান
ঘূর্ণিঝড় ‘মন্থা’’এর প্রভাবে বারাণসীতে তাপমাত্রা কমল, বৃষ্টি অব্যাহত


বারাণসী, ২৯ অক্টোবর (হি. স.): বঙ্গোপসাগর থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ‘মন্থা’’এর প্রভাবে উত্তর প্রদেশের বারাণসীতে মঙ্গলবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা দিয়েছে। বৃষ্টি ও ঠান্ডা হাওয়ার সঙ্গে তাপমাত্রা হঠাৎ কমতে শুরু করেছে।

বুধবার মৌসম বিভাগের সূত্রে জানা গেছে, বিগত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৩° সেলসিয়াস (সাধারণের চেয়ে ২.৪° কম) এবং সর্বনিম্ন ২০.৬° সেলসিয়াস। বুধবার দুপুরে সর্বোচ্চ ২৭° এবং সর্বনিম্ন ২৪° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৮৭%, দৃশ্যমানতা ৩৪% এবং বাতাসের গতি ১৬ কিমি/ঘণ্টা।

পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী এক–দু’দিন মেঘাচ্ছন্নতা বজায় থাকবে। ৩০–৩১ অক্টোবর বারাণসী, প্রয়াগরাজ, মির্জাপুর সহ কিছু পূর্বাঞ্চলীয় জেলায় ভারী বৃষ্টি এবং ৪০–৬০ কিমি/ঘণ্টা বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande