এবার জগদ্ধাত্রী ঠাকুর ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা মন্দিরবাজারে
মন্দিরবাজার, ২৯ অক্টোবর (হি. স.): মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের মল্লিকপুর গ্রামের বটতলাতে একজন মৃৎ শিল্পীর কার্যালয়ে তৈরী হয়ে যাওয়া একাধিক জগদ্ধাত্রীর প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমার মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা
এবার জগদ্ধাত্রী ঠাকুর ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা মন্দিরবাজারে


মন্দিরবাজার, ২৯ অক্টোবর (হি. স.): মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের মল্লিকপুর গ্রামের বটতলাতে একজন মৃৎ শিল্পীর কার্যালয়ে তৈরী হয়ে যাওয়া একাধিক জগদ্ধাত্রীর প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমার মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাটি বুধবার সকালে প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। ভাঙা ঠাকুর নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলায়। এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সুন্দরবন জেলার অতিরিক্ত পুলিশ সুপার দাবি করেছেন, এই ঘটনার পিছনে ব্যবসায়িক শত্রুতা থাকতে পারে। পুরো বিষয়ের তদন্ত চলছে। মৃৎ শিল্পি জগন্নাথ দাস বলেন কারো সঙ্গে তাঁর কোনও শত্রুতা নেই। কে বা কারা এই ঘটনায় জড়িত তিনি বুঝে উঠতে পারছেন না।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande