
ভাঙড়, ২৯ অক্টোবর (হি. স.) : ফলতা বিধানসভার অবজারভার তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান দক্ষিণ ২৪ পরগনা জেলার অনেকক্ষানি অংশের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে সওকাত মোল্লা বিরোধী তৃণমূল কর্মীরা খুশি। সেই খুশি তাঁরা কেউ বাজি ফাটিয়ে কেউ বা কেক কেটে উদযাপন করছেন। আর এই উচ্ছ্বাসই ভালো ভাবে নিতে পারছেন না সওকাত মোল্লা বা তাঁর অনুগামিরা। বিগত রবিবার রাতে এই উচ্ছাসের জেরে ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিসে ভাংচুর চালানো হয় বলে অভিযোগ কাইজারের। সেই ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার দাবিতে কাইজার সোমবার ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়ের হলেও এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে কাইজার থানায় অভিযোগ দায়ের করতেই সওকাত অনুগামি ভাঙড়ের তৃণমূল নেতারা কাইজারকে নিয়ে নানান মন্তব্য শুরু করেছেন। তাঁর পুরাতন ইতিহাস খুলে তাঁকে নাঙ্গা করে দেওয়ার হুমকিও দিয়েছেন তাঁরা।
এসবের পাশাপাশি মঙ্গলবার রাতে তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়ির সামনে এসে গালাগালির পাশাপাশি খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শওকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। কাইজার আহমেদের অভিযোগ তৃণমূল নেতা বাহারুল ইসলাম এবং সাবিরুল ইসলাম কয়েকশো কর্মী সমর্থক নিয়ে মঙ্গলবার রাতে কাইজার আহমেদের বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরই পাশাপাশি তাঁকে খুনের হুমকি দেয় বলেও অভিযোগ। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা বাহারুল ইসলাম।।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা