
ল্যানুস, ২৯ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার বিশ্ব ফুটবলপ্রেমীদের হৃদয় আলোকিত হয়ে ওঠার দিন। কারণ এই দিনটা ফুটবল ঈশ্বরখ্যাত ডিয়েগো আর্মান্দো মারাদোনার জন্মদিন। ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার ল্যানুস শহরে জন্মগ্রহণ করেন।
ফুটবল বিশেষজ্ঞরা তাঁকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য করেন। তিনি শুধু একজন কিংবদন্তি ফুটবলার নন, তিনি ছিলেন একজন সংগ্রামী চেতনার প্রতীক। তাঁর প্রতিটি স্পর্শে ফুটবলের আঙিনা রঙিন হয়ে উঠত, আঁকা হতো মুক্তির এক নতুন ছক। তিনি চে গুয়েভরার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বেছে নিয়েছিলেন শোষিতের পক্ষে দাঁড়ানোর পথ। যার বন্ধু ছিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। ২০২০ সালের ২৫ নভেম্বর এই মানুষটিকে আমরা হারিয়েছি। বৃহস্পতিবার তাঁর ৬৫তম জন্মদিন। বিশ্ব ফুটবল ক্রীড়াপ্রেমিরা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি