গোয়ালপাড়ার মাটিয়ায় মাদক সমেত গ্ৰেফতার দুই
গোয়ালপাড়া (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তর্গত মাটিয়ার গারোমারি এলাকায় মাদকদ্রব্য সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মাটিয়া থানাধীন শিমলিতোলা থেকে মাটিয়ার দিকে যাওয়ার পথে দুই মাদক পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে। আজ বুধবা
মাদক_প্রতিনিধিত্বমূলক ছবি


গোয়ালপাড়া (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তর্গত মাটিয়ার গারোমারি এলাকায় মাদকদ্রব্য সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মাটিয়া থানাধীন শিমলিতোলা থেকে মাটিয়ার দিকে যাওয়ার পথে দুই মাদক পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে।

আজ বুধবার মাটিয়া থানার ওসি নিপুমণি চৌধুরী এ খবর দিয়ে জানান, নির্ভরযোগ্য সূত্ৰে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশের দল নিয়ে মাদক-বিরোধী অভিযানে নামেন। এক সময় সন্দেহজনক একটি মোটরবাইকের পিছু ধাওয়া করে পুলিশের অভিযানকারী দল। অবশেষে গারোমারি এলাকায় বাইকের গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে ড্রাগস ভরতি ৪৫টি কনটেইনার উদ্ধার করেন তাঁরা।

ড্রাগস পাচারের অভিযোগে বরপেটা জেলার আলোপতি মাজরচরের বাসিন্দা সফিকুল ইসলাম (৩০) এবং আওয়ালুর রহমান (৩২)-কে পাকড়াও করে মাটিয়া থানায় নিয়ে আসা হয়। সঙ্গে দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং মাদক পাচারে ব্যবহৃত মোটর বাইক বজেয়াপ্ত করেছে পুলিশ।

থানায় এনে জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে সফিকুল ইসলাম এবং আওয়ালুর রহমানের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে, জানান ওসি নিপুমণি চৌধুরী।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande