শ্রীভূমির পাথারকা‌ন্দিতে মাছ শিকারে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই ব্যক্তির
পাথারকা‌ন্দি (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন ডেফলছড়ায় মাছ শিকার করতে গি‌য়ে ত‌ড়িদাহত হয়ে মৃত্যুবরণ করেছেন দুই ব্যক্তি। নিহতদের বাড়ুআইলের উজান ডেফলআলা গ্রা‌মের জনৈক রিয়াজ উদ্দি‌নের বছর ৫২-এর ছে‌লে নূর উদ্দিন এবং
পাথারকা‌ন্দিতে মাছ ধরতে গি‌য়ে ত‌ড়িদাহত দুই ব্যক্তি


পাথারকা‌ন্দি (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন ডেফলছড়ায় মাছ শিকার করতে গি‌য়ে ত‌ড়িদাহত হয়ে মৃত্যুবরণ করেছেন দুই ব্যক্তি। নিহতদের বাড়ুআইলের উজান ডেফলআলা গ্রা‌মের জনৈক রিয়াজ উদ্দি‌নের বছর ৫২-এর ছে‌লে নূর উদ্দিন এবং প্রতিবেশী আলা উদ্দিনের ৪৫ বছ‌রের ছেলে জফরুল হক বলে শনাক্ত করা হয়েছে।

আজ বুধবার কাক‌ভো‌রে ডেফলছড়ার পাশে নূর উদ্দিন এবং জফরুল হকের নিথর দেহ প‌ড়ে থাক‌তে দে‌খেন স্থানীয়রা। মৃতদেহের খবর পেয়ে এলাকার মানুষজন অকুস্থলে জমায়েত হতে থাকেন।

ইত্যবসরে খবর যায় পাথারকা‌ন্দি থানায়। খবর পেয়ে থানা থেকে পু‌লিশের দল গিয়ে প্রাথমিক ইনকু‌য়েস্ট ক‌রে দুটি মৃতদেহ প্রথমে পাথারকান্দি হাসপাতালে নিয়ে আসে। পাথারকান্দি হাসপাতাল থেকে ময়না তদ‌ন্তের জন্য দুটি মৃতদেহ শ্রীভূ‌মি জেলা সদরে অবস্থিত সিভিল হাসপাতালে পাঠায় পুলিশ। ময়না তদন্ত শে‌ষে আজ বিকালের দিকে নূর উদ্দিন এবং জফরুল হকের মৃতদেহ তাদের প‌রিবারের হা‌তে সম‌ঝে দিয়েছে পু‌লিশ।

এদিকে ঘটনা সম্প‌র্কে জানা গে‌ছে, নূর উদ্দিন এবং জফরুল হক গতকাল রা‌তে দুঃসাহ‌সিকভা‌বে ছড়ার জ‌লের সঙ্গে বিদ্যুৎ পরিবাহী তারের সং‌যোগ ঘ‌টি‌য়ে মাছ শিকার করতে গি‌য়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যু‌‌তের সংস্প‌র্শে এসে দুজনেই প্রাণ হা‌রি‌য়ে‌ছেন। তবে ঘটনার সত্যতা জানতে তদন্তে নেমেছে পু‌লিশ।

ঘটনা সম্পর্কে পাথারকা‌ন্দি থানার ওসি ইনস্পেক্টর সো‌মেশ্বর কোঁওর‌ জানান, ছড়ার পাশে ব্যবহৃত বৈদ্যুে‌তিক তা‌রের হ‌দিশ পাওয়া গে‌ছে। এক সঙ্গে দুই ব্যক্তির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande