অনিবার্য কারণে সোনাই সমষ্টির স্বাধীন বাজারে নির্ধারিত মেগা হেলথ ক্যাম্প স্থগিত
শিলচর (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : অনিবার্য কারণে আগামীকাল সোনাই বিধানসভা এলাকাধীন স্বাধীনবাজার হাইস্কুলে অনুষ্ঠেয় মেগা হেলথ ক্যাম্প কাছাড় জেলাশাসকের পরামৰ্শে স্থগিত রাখা হয়েছে। কাছাড় জেলার উপায়ুক্ত শিলচরের পরামর্শক্রমে অনিবার্য পরিস্থিতির কারণে
অনিবার্য কারণে সোনাই সমষ্টির স্বাধীন বাজারে নির্ধারিত মেগা হেলথ ক্যাম্প স্থগিত


শিলচর (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : অনিবার্য কারণে আগামীকাল সোনাই বিধানসভা এলাকাধীন স্বাধীনবাজার হাইস্কুলে অনুষ্ঠেয় মেগা হেলথ ক্যাম্প কাছাড় জেলাশাসকের পরামৰ্শে স্থগিত রাখা হয়েছে।

কাছাড় জেলার উপায়ুক্ত শিলচরের পরামর্শক্রমে অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে।

আজ বুধবার শিলচরে অবস্থিত বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে জারিকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, কাছাড় জেলার যুগ্ম স্বাস্থ্য-অধিকর্তার সরকারি পত্রে উল্লেখ করা হয়েছে, জেলা প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পত্রে আরও বলা হয়েছে, জনগণের স্বার্থে স্বাস্থ্য শিবিরটি আরও সুষ্ঠু ও ফলপ্রসূভাবে আয়োজনের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ স্থানীয় জনগণ ও উপকারভোগীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। মেগা হেলথ ক্যাম্পের নতুন তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর শীঘ্রই ঘোষণা করা হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande