ওরাইতে চলন্ত বাইক থেকে পড়ে মৃত এক মহিলা
ওরাই, ২৯ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের ওরাইতে চলন্ত বাইক থেকে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে, বুধবার হাদরুখ শহরের কাছের মহা সড়কে । পুলিশ সূত্রে জানা গেছে , মৃত মহিলার নাম প্রাভেষ কুমারী (৩৫), তিনি শান্তি নগর এলাকার বাসিন্দা। তিনি
ওরাইতে চলন্ত বাইক থেকে পড়ে মৃত এক মহিলা


ওরাই, ২৯ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের ওরাইতে চলন্ত বাইক থেকে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে, বুধবার হাদরুখ শহরের কাছের মহা সড়কে ।

পুলিশ সূত্রে জানা গেছে , মৃত মহিলার নাম প্রাভেষ কুমারী (৩৫), তিনি শান্তি নগর এলাকার বাসিন্দা। তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার, তাঁর স্বামী জয় সিং এবং তাঁর বাবা গুমান সিং ডাক্তারের কাছ থেকে ওষুধ আনতে কুথাউন্ড শহরে বাইকে করে গিয়েছিলেন। তিনজন একই বাইকে বাড়ি ফিরছিলেন। হাদরুখ শহরের কাছের মহা সড়কে চলন্ত বাইক থেকে মহিলাটি পড়ে যায়। যাতে তিনি গুরুতর ভাবে আহত হন। তাঁকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande