সাত দফা দাবিতে জেলা শাসককে ক্ষেত মজুর ইউনিয়নের ডেপুটেশন
আগরতলা, ২৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে সাত দফা দাবিতে ডেপুটেশন দিল একটি প্রতিনিধি দল। ডেপুটেশনের মূল দাবিগুলির মধ্যে রয়েছে — সরকারি আবাস বরাদ্দে জিও-ট্যাগিং সং
বিক্ষোভ


আগরতলা, ২৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে সাত দফা দাবিতে ডেপুটেশন দিল একটি প্রতিনিধি দল।

ডেপুটেশনের মূল দাবিগুলির মধ্যে রয়েছে — সরকারি আবাস বরাদ্দে জিও-ট্যাগিং সংক্রান্ত বৈষম্যের অবসান, রেগা প্রকল্পে বছরে ২০০ দিনের কাজের নিশ্চয়তা প্রদান এবং দৈনিক মজুরি ৩৪০ টাকা নির্ধারণসহ গ্রামীণ জীবিকা উন্নয়নে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ।

এর আগে সংগঠনের সদস্য ও শ্রমিকরা মেলারমাঠ ভানু ঘোষ স্মৃতি ভবন থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের অফিসে পৌঁছানোর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে জানান, গ্রামীণ শ্রমিকদের দুর্দশা নিরসনের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন চলছে। তিনি বলেন, ২৮, ২৯ ও ৩০ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একই ধরনের গণডেপুটেশন কর্মসূচি হচ্ছে। তিনি আরও জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে ক্ষেত মজুর ইউনিয়ন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande