
আগরতলা, ২৯ অক্টোবর (হি.স.) : শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর নাম ভাঙিয়ে রাজধানীর বটতলা থেকে আগরতলা রেলওয়ে স্টেশন, আমতলি বাইপাসসহ একাধিক এলাকায় চাঁদা তোলার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, এই দুষ্কৃতীরা অটো ও ছোট গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে এবং যাত্রীদের সঙ্গেও অশোভন আচরণ করছে।
মজদুর মনিটরিং সেলের নেতৃত্বরা জানিয়েছেন, এই ঘটনায় যুক্ত এক ব্যক্তির নাম ইতিমধ্যে তারা জানতে পেরেছেন। অভিযুক্তের নাম মিঠুন পাল। তাঁর বিরুদ্ধে আমতলি থানায়একটি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগ, মামলা হওয়ার পরও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি, ফলে দুষ্কৃতীদের অত্যাচার অব্যাহত রয়েছে।
এই পরিস্থিতিতে বুধবার মজদুর মনিটরিং সেলের প্রতিনিধি দল আমতলি এলাকার এসডিপিও পারমিতা পান্ডের সঙ্গে দেখা করে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
সংগঠনের এক নেতা বলেন, “আমাদের ধারণা, শ্রমিকদের ঐক্য নষ্ট করা ও রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার লক্ষ্যে এক চক্র সক্রিয় হয়েছে। বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।” ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে দ্রুত পুলিশি পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ