
আগরতলা, ২৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরায় পরিকল্পিতভাবে জাতি ও উপজাতি সমাজের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে—এমনই গুরুতর অভিযোগ তুলেছেন আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
টিটিএএডিসি-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের অন্যতম বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এখন রণকৌশল তৈরিতে ব্যস্ত। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে ঘিরে সংগঠনের অবস্থান, শক্তিবৃদ্ধি ও তৃণমূল স্তরে কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে বক্তব্য রাখতে গিয়ে শব্দকুমার জমাতিয়া বলেন, “একটি শ্রেণি পরিকল্পিতভাবে জাতি ও উপজাতি সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। কিন্তু কংগ্রেস সবসময় ঐক্যের রাজনীতি করেছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখবে।”
তিনি আরও জানান, আদিবাসী কংগ্রেস আগামী ভিলেজ কমিটির নির্বাচনে জনগণের পাশে থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চালিয়ে যাবে। সংগঠনের অন্যান্য নেতারাও জানান, আগামী দিনে বিভিন্ন অঞ্চলে জনসংযোগ অভিযান ও সংগঠনমূলক কর্মসূচি নেওয়া হবে, যাতে আদিবাসী সমাজের সমস্যা ও দাবি সরাসরি জনগণের সামনে তুলে ধরা যায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ