
আগরতলা, ২৯ অক্টোবর (হি.স.) : আগরতলার উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে কতৃপক্ষের উদাসীনতার কারণে বুধবার ক্লাস চলাকালীন তৃতীয় শ্রেণীর এক ছাত্র গুরুতরভাবে আহত হয়। ঘটনাটি ঘটতেই স্কুলে চাঞ্চল্যের সৃষ্টি হয়, আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাস চলাকালীন হঠাৎই একটি সিলিং ফ্যান পড়ে গিয়ে ওই ছাত্রের মাথায় আঘাত লাগে। আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার সাথে স্কুলের প্রধান শিক্ষকও ছিলেন।
জানা গেছে, ওই ফ্যানটি বেশ কিছুদিন ধরেই বিকল অবস্থায় ছিল এবং ঘুরলে অস্বাভাবিক শব্দ করত। শিক্ষকদের একাংশ অভিযোগ করেছেন, বিষয়টি কতৃপক্ষের নজরে আনা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এক শিক্ষক বলেন, “আমি বোর্ডে লিখছিলাম, হঠাৎ ফ্যানটি পড়ে গেল। ফ্যানটি বেশ কিছুদিন ধরেই ত্রুটিপূর্ণ ছিল।”
একজন ছাত্র জানিয়েছে, ফ্যানটির সমস্যা সম্পর্কে একাধিকবার প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা হয়েছিল, কিন্তু তাতে কোনও সাড়া মেলেনি। তার কথায়, “এই দুর্ঘটনা সম্পূর্ণ অবহেলার ফল।”
ঘটনার পর স্কুলে উপস্থিত অভিভাবকরা প্রবল ক্ষোভ প্রকাশ করেন। এক অভিভাবক বলেন, “আমরা আমাদের সন্তানদের নিরাপদ হাতে পাঠাই, কিন্তু এভাবে দুর্ঘটনা ঘটলে বিশ্বাস রাখা যায় না। বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আসার পর থেকে স্কুলে ফি নেওয়া হচ্ছে, কিন্তু পরিষেবার মান ভেঙে পড়েছে।” এদিকে, স্কুল প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আহত ছাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ