ধর্মনগরে তিন বাংলাদেশি নাগরিক আটক, জাল আধার কার্ড উদ্ধার
ধর্মনগর, ২৯ অক্টোবর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চন্দ্রপুর এলাকার জঙ্গল থেকে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীনা দেববর্মা জানান, বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ গোপন সূত্রে খবর পাওয়া যা
তিন বাংলাদেশি নাগরিক আটক


ধর্মনগর, ২৯ অক্টোবর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চন্দ্রপুর এলাকার জঙ্গল থেকে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীনা দেববর্মা জানান, বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, তিনজন বাংলাদেশি নাগরিক জঙ্গলে লুকিয়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

আটক তিনজনের কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা প্রায় ছয় মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ব্যাঙ্গালোরে গিয়েছিল কাজের উদ্দেশ্যে। সেখানেই তারা জাল আধার কার্ড তৈরি করে।

ওসি মীনা দেববর্মা জানান, এই ঘটনার সঙ্গে স্থানীয় দালাল ইসলাম উদ্দিনের নাম উঠে এসেছে। তাকে ধরতে জোর তল্লাশি চালানো হচ্ছে। বর্তমানে তিনজন বাংলাদেশিকে জোর জিজ্ঞাসাবাদ চলছে এবং আগামীকাল আদালতে তোলা হবে বলে জানান তিনি। আটক ব্যক্তিদের নাম— মোঃ নুর আলম (৪৭), রায়হান মিয়া (২০) এবং মোহাম্মদ মহিউদ্দিন (২৭)।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande