গত ১১ বছরে দেশের দুগ্ধ ক্ষেত্রে অসাধারণ প্রবৃদ্ধি দেখা গেছে : অমিত শাহ
রোহতক, ৩ অক্টোবর (হি.স.): গত ১১ বছরে দেশের দুগ্ধ ক্ষেত্রে অসাধারণ প্রবৃদ্ধি দেখা গেছে, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি শুক্রবার হরিয়ানার রোহতকে সাবর ডেয়ারির নবনির্মিত প্ল্যান্ট উদ্বোধন করেছেন। শাহ বলেন, সাবর ডেয়ারি ৩২৫ কোটি
অমিত শাহ


রোহতক, ৩ অক্টোবর (হি.স.): গত ১১ বছরে দেশের দুগ্ধ ক্ষেত্রে অসাধারণ প্রবৃদ্ধি দেখা গেছে, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি শুক্রবার হরিয়ানার রোহতকে সাবর ডেয়ারির নবনির্মিত প্ল্যান্ট উদ্বোধন করেছেন। শাহ বলেন, সাবর ডেয়ারি ৩২৫ কোটি টাকা বিনিয়োগে সমগ্র দেশের বৃহত্তম প্ল্যান্ট নির্মাণ সম্পন্ন করেছে।

তিনি বলেন, এটি দুধ উৎপাদনকারী কৃষকদের জন্য উপকারী প্রমাণিত হবে এবং এটি সমগ্র এনসিআর অঞ্চলের চাহিদা পূরণ করবে। তিনি বলেন, প্রতিদিন ৬৬০ লক্ষ লিটার দুধ সংগ্রহ করা হয় এবং সরকার ২০২৮-২৯ সালের মধ্যে প্রতিদিন দুধ সংগ্রহ এক হাজার লক্ষ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। অমিত শাহ সমবায়গুলিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, এই প্ল্যান্টটি খোলার ফলে প্রায় এক হাজার লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande