ডেয়ারি কারখানা নির্মাণে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে : অমিত শাহ
রোহতক, ৩ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শুক্রবার হরিয়ানার রোহতকে নবনির্মিত সাবর ডেয়ারি প্ল্যান্টের উদ্বোধন করেছেন। তিনি বলেন, ডেয়ারি কারখানা নির্মাণে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে এবং বিশ্বের সবচেয়ে আধুনিক ডেয়ারি কারখানাটি
অমিত শাহ


রোহতক, ৩ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শুক্রবার হরিয়ানার রোহতকে নবনির্মিত সাবর ডেয়ারি প্ল্যান্টের উদ্বোধন করেছেন। তিনি বলেন, ডেয়ারি কারখানা নির্মাণে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে এবং বিশ্বের সবচেয়ে আধুনিক ডেয়ারি কারখানাটিও ভারতেই হবে। অমিত শাহ বলেন, মোদীজির নেতৃত্বে ভারতের দুগ্ধ ক্ষেত্র দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, সাবর ডেয়ারিরে এই প্ল্যান্টটি দুগ্ধ চাষীদের সমৃদ্ধির প্রতীক হয়ে উঠবে। তিনি জোর দিয়ে বলেন, ভারত দুগ্ধ কারখানা নির্মাণে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে এবং বিশ্বের সবচেয়ে আধুনিক দুগ্ধ কারখানাটিও ভারতেই হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande