নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.): আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে ভারত। শুক্রবার এমনটাই জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আগামী সপ্তাহেই ভারতে আসতে পারেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তার মধ্যে ভারতের বিদেশ মন্ত্রকের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।
নাগরিক অধিকার, সেনার দমনপীড়ন বন্ধ-সহ ৩৮ দফা দাবিতে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। চলছে তুমুল বিক্ষোভ। এই পরিস্থিতিতে শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল পিওকে ভারতের, পাকিস্তানের জন্যই অশান্তি হচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের জন্য পাকিস্তানকে অবশ্যই জবাবদিহি করতে হবে। নয়াদিল্লিতে একটি মিডিয়া ব্রিফিংয়ের সময় একটি প্রশ্নের জবাবে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভের রিপোর্ট তুলে ধরেছেন, যার মধ্যে নিরীহ নাগরিকদের উপর পাকিস্তানি বাহিনীর বর্বরতা রয়েছে। তিনি বলেন, নয়াদিল্লি বিশ্বাস করে যে এটি পাকিস্তানের নিপীড়নমূলক পদ্ধতির একটি স্বাভাবিক পরিণতি এবং এই অঞ্চলগুলি থেকে সম্পদের পদ্ধতিগত লুণ্ঠন, যা তাদের জোরপূর্বক এবং অবৈধ দখলের অধীনে রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা