নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর কথায়, বিশ্বের সামনে দেশের মর্যাদা ক্ষুন্ন করা অনুচিত।
বিদেশে গিয়ে ফের একবার দেশের বিরুদ্ধে মুখ খুলেছেন রাহুল গান্ধী। তারই নিন্দা করেছেন শিবরাজ। শুক্রবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন, কোনও দেশপ্রেমিক নাগরিক, তাঁর রাজনৈতিক অবস্থান নির্বিশেষে, বিশ্বের সামনে নিজের দেশের সমালোচনা করা উচিত নয়। আমি বিশ্বাস করি বিশ্বে নিজের দেশের সুনাম ক্ষুন্ন করা দেশের বিরুদ্ধে অপরাধ। আমরা আমাদের দেশে নিজেদের মধ্যে আলোচনা করতে পারি; সংসদ একটি মঞ্চ, তবে আমাদের বিশ্বের সামনে দেশের মর্যাদা ক্ষুন্ন করা উচিত নয়।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা