পালামুতে চলন্ত বাইকে গাছের ডাল ভেঙে মৃত ১,আহত ২
পালামু, ৩০ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডের পালামুতে চলন্ত বাইকের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার সকালে মুঘলজান গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে । ঘটনায় অন্য দুই বাইক আরোহী গুরুতর আহত হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান , মৃত ব্
পালামুতে চলন্ত বাইকে গাছের ডাল ভেঙে মৃত ১,আহত ২


পালামু, ৩০ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডের পালামুতে চলন্ত বাইকের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার সকালে মুঘলজান গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে । ঘটনায় অন্য দুই বাইক আরোহী গুরুতর আহত হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান , মৃত ব্যক্তির নাম সুরেন্দ্র মেহতা (৩২) । আহতদের নাম সুরেশ মেহতা এবং কমলা দেবী । এদিন সকালে পরিবারের দুই সদস্যর সঙ্গে বাইক করে জলপা স্টেশনের দিকে যাচ্ছিলেন । হঠাৎ একটি গাছের ডাল ভেঙে পড়ে। ঘটনায় তারা গুরুতর ভাবে আহত হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক সুরেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে অন্য দুইজন চিকিৎসাধীন অবস্থায় হাসপতালে ভর্তি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande