উত্তর প্রদেশের পথ দুর্ঘটনায় গাড়ি উল্টে মৃত ১ , আহত ৩
আউরাইয়া, ৩০ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় বেলা–কানপুর সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক যুবক। বুধবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। বুধবার রাতে জেলার গুরুতর আহত আরও ৩ জন । জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে গ
উত্তর প্রদেশের পথ দুর্ঘটনায় গাড়ি উল্টে মৃত ১ , আহত ৩


আউরাইয়া, ৩০ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় বেলা–কানপুর সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক যুবক। বুধবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। বুধবার রাতে জেলার গুরুতর আহত আরও ৩ জন । জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে গভীর গর্তে পড়ে যায়।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে , বুধবার গভীর রাতে বারকসি মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। চারজন যুবক মলহৌসি গ্রামে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল। অনুষ্ঠান শেষে তারা গাড়িতে করে কানপুর দেহাতের শিবলি এলাকায় ফিরছিল। ফেরার পথেই হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। দুর্ঘটনায় জওহর নগর ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হয় গাড়িচালক চন্দন ওরফে অঙ্কিত , অভিষেক ও ময়ঙ্ক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande