
আগরতলা, ৩০ অক্টোবর (হি.স.) : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার আগরতলার বনকুমারি বাজার ও সেন্ট্রাল রোড এলাকা থেকে ১১ জন তির জুয়ারীকে নগদ টাকাসহ আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন পূর্ব আগরতলা থানার অফিসার ইনচার্জ সুব্রত দেবনাথ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই এলাকাগুলিতে গোপনে তির জুয়ার আসর বসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ হানা দেয় এবং সেখান থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও ১১ হাজার নগদ অর্থ উদ্ধার করে।
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ