শ্ৰীভূমিতে ভারত-বাংলাদেশ সীমান্তগ্ৰামে লক্ষাধিক টাকার সামগ্রী বণ্টন বিএসএফ-এর
শ্ৰীভূমি (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃ অর্থে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রামের অধীনে বিভিন্নধরনের উন্নয়নমূলক কাজ করে বিএসএফ। তাছাড়া বিপর্যয়, মহামারীর সময় সীমান্তবর্তী মানুষে
হুইলচেয়ার বণ্টন বিএসএফ-এর


সেলাই মেশিন বণ্টন


শ্ৰীভূমি (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃ অর্থে সীমান্ত এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রামের অধীনে বিভিন্নধরনের উন্নয়নমূলক কাজ করে বিএসএফ। তাছাড়া বিপর্যয়, মহামারীর সময় সীমান্তবর্তী মানুষের সাহায্যে পাশে দাঁড়ানোর যথেষ্ট উদাহরণ রয়েছে শ্রীভূমি জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্বপ্রাপ্ত ১৬ নম্বর বিএসএফ।

সিভিক অ্যাকশন প্রোগ্রামের অধীনে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে। আজ বৃহস্পতিবার জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ২০টি স্কুলে সেলাই মেশিন, হুইলচেয়ার ইত্যাদি বিভিন্ন ধরনের সামগ্রী বণ্টন করেছে বিএসএফ।

অনুষ্ঠানের আয়োজন করা হয় সাদারাশি বিএসএফ ক্যাম্পে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মিজোরাম কাছাড় ফ্রন্টিয়ারের আইজি রবিকান্ত বলেন, ভারত সরকারের নির্দেশে প্রত্যেক বছর সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে সামগ্রী বণ্টন করা হয়। সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী পশ্চাদপদ বাসিন্দাদের যাতে স্বাভাবিক জীবন-যাপনে কিছুটা সাহায্য করা যায় এই উদ্দেশ্য নিয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ১৬ নম্বর ব্যাটালিয়ন কমাডেন্ট মোহিত সাক্সেনা বলেন, স্কুল পড়ুয়াদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি শরীর চর্চা সহ খেলাধুলার প্রয়োজন রয়েছে। ছাত্রছাত্রীদের নিয়মিত পাঠদানের সঙ্গে ব্যায়াম, যোগাভ্যাসেরও একান্ত প্রয়োজন। তাই এবার সীমান্তবর্তী সব কয়টি স্কুলে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande