
কোচবিহার, ৩০ অক্টোবর (হি.স.): এক বাংলাদেশি-সহ ২ জনকে গ্রেফতার করল কোচবিহারের হলদিবাড়ি থানার পুলিশ। বুধবার রাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের হলদিবাড়ির বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের নাম, নিলয় মণ্ডল ও আজমা মণ্ডল। তাঁদের সঙ্গে একটি শিশুও রয়েছে। নিলয়ের বাড়ি বাংলাদেশের রংপুরে। দক্ষিণ ২৪ পরগণার কুলতুলির আজমাকে বিয়ে করেছে বলে নিলয় জেরায় জানিয়েছে। পুলিশের সন্দেহ, বুধবার হলদিবাড়ি হয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল তাঁরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ