আগরতলা পৌঁছে নিবিড় অনুশীলনে ব্যস্ত বাংলা দল
আগরতলা, ৩০ অক্টোবর! হি. স.) : বাংলা দল অনুশীলনে ব্যস্ত। গা ঘামানোর পাশাপাশি একটানা অনুশীলন। ফিল্ডিং ও ব্যাটিংয়ে সমানতালে কসরত। বাংলা দলের প্রধান কোচ লক্ষীরতন শুক্লা এদিন জানান, ঘরের মাঠে ত্রিপুরার খেলোয়াড়দের মধ্যেই রয়েছে আত্মবিশ্বাস ও আ্যডভান্ট
আগরতলা পৌঁছে অনুশীলনে ব্যস্ত বাংলা দল


আগরতলা, ৩০ অক্টোবর! হি. স.) : বাংলা দল অনুশীলনে ব্যস্ত। গা ঘামানোর পাশাপাশি একটানা অনুশীলন। ফিল্ডিং ও ব্যাটিংয়ে সমানতালে কসরত। বাংলা দলের প্রধান কোচ লক্ষীরতন শুক্লা এদিন জানান, ঘরের মাঠে ত্রিপুরার খেলোয়াড়দের মধ্যেই রয়েছে আত্মবিশ্বাস ও আ্যডভান্টেজ তাদের । বাংলা দল কোনও কিছুই তবে হালকা চালে দেখছে না। উল্লেখ্য, ইডেন গার্ডেন্সে একটানা দুই খেলায় বাংলার জয়। প্রথমে উত্তরাখন্ড ও পরে গুজরাটকে হারিয়েছে। বোলিং কোচ শিবশঙ্কর পাল ও ব্যাটিং কোচ অরূপ ভট্টাচার্য উভয়েই কড়া নজরদারিতেই চলছে তৃতীয় অভিযানের মহড়া। প্রায় ৩০ জনের দল গতকাল পৌঁছেছে রাজধানী আগরতলায়। সটান এরপর মাঠে। অনুশীলন দেখতে ভিড় জমেছে। ত্রিপুরা দলের কোচ জানিয়েছেন, খাটো করে তাদের দেখলে চলবে না। যদিও আন্ডারডগ থেকেই শুরু করতে আগ্রহী। প্রসঙ্গত, শনিবার পরস্পরের মধ্যেই মুখোমুখি হবে দু'দল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande