ভাগলপুর থেকে আনন্দ বিহার অসংরক্ষিত বিশেষ ট্রেন
কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): উৎসবের মরশুমে বিশেষ ট্রেন চালানোর একাধিক সুবিধা রয়েছে। ছটের সময় প্রত্যাশিত উৎসবের ভিড় সামলাতে, রেলওয়ে ভাগলপুর থেকে আনন্দ বিহার পর্যন্ত একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ০৩৪৩৩ ভাগলপুর - আনন্দ ব
রাসপূর্ণিমার মেলা উপলক্ষে হাওড়া ডিভিশনে বিশেষ ট্রেন


কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): উৎসবের মরশুমে বিশেষ ট্রেন চালানোর একাধিক সুবিধা রয়েছে। ছটের সময় প্রত্যাশিত উৎসবের ভিড় সামলাতে, রেলওয়ে ভাগলপুর থেকে আনন্দ বিহার পর্যন্ত একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

০৩৪৩৩ ভাগলপুর - আনন্দ বিহার অসংরক্ষিত একমুখী বিশেষ ট্রেনটি ৩১.১০.২০২৫ তারিখে দুপুর ১:৪০ মিনিটে ভাগলপুর থেকে ছেড়ে পরের দিন বিকেল ৪:৩০ মিনিটে আনন্দ বিহারে পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ে অধিক্ষেত্রের সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর স্টেশন সহ ১৯টি স্টেশনে থামবে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande