
কাটিহার , ৩০ অক্টোবর (হি.স.) : ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৎপর বিহার পুলিশ।কাটিহার শহর থানার অন্তর্গত ভগবান চক এলাকায় অভিযান চলাকালীন এক স্কুটির তল্লাশিতে পুলিশ ২ কেজি ৫০০ গ্রাম রুপোর গয়না উদ্ধার করে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, গয়নার বৈধ কাগজপত্র বা মালিকানার প্রমাণ চাওয়া হলে স্কুটিচালক কোনও নথি দেখাতে পারেননি। এরপর আইনানুগ প্রক্রিয়া মেনে পুলিশ গয়নাগুলি বাজেয়াপ্ত করে।
জেলার পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের আগে জেলার বিভিন্ন থানায় ধারাবাহিকভাবে যানবাহন তল্লাশি অভিযান চালানো হচ্ছে, যাতে যে কোনও আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য