
কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.) : সুকুমার রায় স্মরণে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় নদীয়া জেলায়। বাংলা শিশু সাহিত্যের এক চিরকালের কবি সুকুমার রায়। তিনি শুধু একজন কবিই নন, গল্পকার, নাট্যকারও বটে। আজ ৩০ অক্টোবর তাঁর জন্মদিন। ১৮৮৭ খ্রিস্টাব্দের আজকের দিনেই তাঁর জন্ম। বাবা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, মা - বিধুমুখী দেবী। তাঁর জন্মদিন উপলক্ষ্যে রানাঘাট কথাশিল্প এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। দে - চৌধুরী পাড়ায় তাদের নিজস্ব মহলা কক্ষে এক ঘরোয়া অনুষ্ঠানে তাঁর সম্পর্কিত আলোচনা, তাঁর রচিত কবিতার আবৃত্তি পাঠে অংশগ্রহণ করে শিশু শিল্পীরাও। বৃহস্পতিবার আলোচনার সময় উঠে আসে নানা বিষয় যেমন - সুকুমার রায় ছড়ার আদলে ও সহজগামিতাকে ব্যবহার করে সমাজের তৎকালীন নানা সময়ে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। তাঁর আপাত সহজ কবিতার ভিতরেই একটা গভীর অর্থ লুকিয়ে রয়েছে। এদিনের আলোচনায় উল্লেখ করেন - পীতম ভট্টাচার্য। প্রসঙ্গত, কথাশিল্পের ছাত্র ছাত্রীরা তাঁর কবিতার আবৃত্তি পরিবেশন করে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত