
কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এদিন এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন - প্রখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিবসে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। উল্লেখ্য, বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনাকার, প্রাবন্ধিক, নাট্যকারও সম্পাদক। প্রসঙ্গত তিনি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান এবং তার পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তাঁর লেখা কবিতার বই আবোল তাবোল, হ-য-ব-র-ল, গল্প সংকলন - পাগলা দাশু ইত্যাদি অধিক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। মৃত্যুর শতবর্ষ পরেও তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিশু সাহিত্যিকদের মধ্যেই অন্যতম।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত