
কলকাতা, ৩০ অক্টোবর, (হি.স.): প্রায় তিন বছর পর একজন স্থায়ী উপাচার্য পেল ১৬৮ বছরের কলকাতা বিশ্ববিদ্যালয়। আচার্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদনে বুধবারই রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম চূড়ান্ত হয়। কিন্তু প্রথম দায়িত্ব নিলেন আশুতোষ ঘোষ।
কলকাতা বিশ্ববিদ্যালয় শেষ অধ্যাপক নিয়োগ হয়েছে ২০১৭-২০১৮ সালে। এই মুহূর্তে প্রায় ৫৯ শতাংশ পদ শূন্য। অন্য দিকে প্রশাসনিক আধিকারিক পদে শেষ নিয়োগ করা হয়েছে ২০২০ সালে। সেখানেও ঘাটতি রয়েছে ৩০-৪০ শতাংশ। অভিযোগ, স্থায়ী শিক্ষাকর্মী পদে শেষ নিয়োগ হয়েছে ১৮ বছর আগে, ২০০৭-০৮ সালে। প্রায় ৭০ শতাংশ স্থায়ী শিক্ষাকর্মীর পদই খালি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের শেষ স্থায়ী উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় দায়িত্ব সামলেছেন ২০২২-এর সেপ্টেম্বর পর্যন্ত। তার পর অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল আশিস চট্টোপাধ্যায়কে। ২০২৩-এর জুনে রাজ্যপাল মনোনীত শান্তা দত্ত দে দায়িত্ব নেন ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে এবং শুরু হয় সরকারের সঙ্গে মতবিরোধ।
রাজ্যের সরকারি নানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আইনি জটিলতা দীর্ঘদিন ধরে ঝুলে ছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চ মুস্কিল আসানের পথ খুঁজতে নির্দিষ্ট রূপরেখা করে একটি কমিটি তৈরি করে দেয়। সেই কমিটির সুপারিশ রূপায়ণেও আসছিল নানা বাধা। অবশেষে,
প্রায় তিন বছর পর স্থায়ী উপাচার্য পেল কলকাতা বিশ্ববিদ্যালয়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত