এনডিএ-র কথায় কাজ করছে কমিশন, তোপ চন্দ্রিমার
কলকাতা, ৩০ অক্টোবর, (হি.স.): “রাজ্যের ভোটারকে ভয় দেখাতেই এসআইআর করছে কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। তাদের কথায় কাজ করছে কমিশন। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা দলের মুখপাত্র চন্দ্রিমা
চন্দ্রিমা ভট্টাচার্য


কলকাতা, ৩০ অক্টোবর, (হি.স.): “রাজ্যের ভোটারকে ভয় দেখাতেই এসআইআর করছে কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। তাদের কথায় কাজ করছে কমিশন। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা দলের মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য।

চন্দ্রিমা বলেন, ‘‘২০২১ সালের বিধানসভা ভোট, ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি এ রাজ্যে কিছু করতে পারেনি। তাই ২০২৬ সালের ভোটে ভয়ের আবহ তৈরি করে ভোটে জিততে চাইছে তারা।’’

চন্দ্রিমা জানান, বিজেপি আসলে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই কারণে বিজেপির হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ ছেড়ে তাদের তিন বিধায়ক— গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া বেরিয়ে গিয়েছেন। কেন অসম, ত্রিপুরায় এসআইআর হচ্ছে না, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব।

‘এনআরসি, এসআইআর আতঙ্কে’ রাজ্যে পর পর কয়েক জনের আত্মহত্যার প্রসঙ্গও উঠে এসেছে তাঁর কথায়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande