
দুর্গাপুর, ৩০ অক্টোবর (হি.স.) : সাত সকালে চা খেতে বেরিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, বুদবুদের মানকর ষ্টেশন সংলগ্ন এলাকায়।
রেল সূত্রে জানা গেছে, মৃতের নাম লক্ষনচন্দ্র সাহা(৫৬), গলসীর খাঁপাড়া গ্রামে বাড়ি। পেশায় কলকাতা এনআরএস হাসপাতালের গাড়ি চালক। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে চা- পানের জন্য মানকর ষ্টেশন সংলগ্ন রেলগেটের কাছে এসেছিলেন। তখনই রেল লাইন পারাপারের সময় ডাউন লাইনে ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা